Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

# সেবাসমূহঃ

০১। মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান।

০২। মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/ মতবিনিময় সভার আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

০৩। অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান। 

০৪। মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান। 

০৫। মৎস্য চাষের আধুনিক উপকরণ, যন্ত্রপাতি সংগ্রহ, সংশ্লিষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান। 

০৬। বাণিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা প্রদান। 

০৭। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও সম্প্রসারণের সহায়তা সেবা প্রদান। 

০৮। মাছ ও চিংড়ী অবতরণ কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং পরিষ্কার পরিছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান। 

০৯। জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যেকোন সেবা।

#সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ- 

ক) সহকারী মৎস্য কর্মকর্তা। 

খ) ক্ষেত্র সহকারী । 

# যথাসময়ে সেবা পাওয়া না গেলেযার সহায়তা চাইবেনঃ- উপজেলা মৎস্য কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। ফোন নং- o২৪৭৭৭৯০৭৯৫। চুড়া্ন্তভাবে নিস্পত্তি নাহলে বা সময়মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেনঃ- জেলা মৎস্য কর্মকর্তা, চুয়াডাঙ্গা। ফোন নং- ০২৪৭৭৭৮৭৯৮৮ ।

অবস্থান মানচিত্র

https://maps.app.goo.gl/DZUM7in4xqNrnPYT9